বাহরাইন আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ইক্বরা’র ৯ জন প্রতিযোগিই বাছাইপর্বের জন্য চূড়ান্ত
বাহরাইন আন্তর্জাতিক ক্বিরাত ও হিফয প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে International Quran Recitation Association – IQRA (আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা-ইক্বরা সংস্থা) নিয়মানুযায়ী একইসাথে ২টি দেশ (বাংলাদেশ ও ভারত) হতে ৯জন প্রতিযোগী বাছাই করে আয়োজক কমিটির কাছে প্রেরণ করে। তন্মব্ধে বাংলাদেশ হতে ৬ জন (ক্বিরাতে ৩ জন, হিফযে ৩ জন) এবং ভারতের ৩ জন প্রতিযোগী।
আলহামদুলিল্লাহ, বাহরাইন প্রতিযোগিতা আয়োজক কমিটি ইক্বরা সংস্থা কর্তৃক প্রেরিত ৯ জন প্রতিযোগিকেই চূড়ান্ত বাছাই পর্বে (ভার্চুয়াল) অংশগ্রহণের জন্য মনোনীত করেছেন যা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'