
‘IQRA Quran TV’ এর ইউটিউব কর্তৃক সিলভার প্লে-বাটন অর্জন।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালকের সাথে ‘ইক্বরা’ সদস্যদের সাক্ষাৎ
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালকের সাথে ‘ইক্বরা’ সদস্যদের সাক্ষাৎ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব, জনাব আনিস মাহমুদের আমন্ত্রণে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্যবৃন্দ বিগত ২১ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন ভবন আগারগাঁও-এ মহাপরিচালকের সাথে সাক্ষাত করেন।
‘ইক্বরা’ সদস্যবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইক্বরা’ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এর সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মহাসচিব জনাব সাখাওয়াত খান, যুগ্ন-মহাসচিব জনাব খালেদ বিন ইউসুফ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ক্বারী মাহবুবুর রহমান ও ক্বারী জাহাঙ্গীর আলম খাঁন।
জনাব আনিস মাহমুদ বিগত ৩০ বছর যাবত বাংলাদেশে ইক্বরা’র কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাত এর পথ প্রদর্শক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইমামুল কুররা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর স্মৃতিচারনা করেন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করেন। তিনি ‘ইক্বরা’ সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করার জন্য ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক থাকায় বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।
মহাপরিচালক বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নতুন একটি উদ্যোগে ‘ইক্বরা’ কর্তৃপক্ষের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান, ডঃ হারুনুর রশিদ, জনাব আনিসুর রহমান সরকার, জনাব মহিউদ্দিন মজুমদার প্রমুখ।

‘ইক্বরা’ সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী’র কানাডা সফর
‘ইক্বরা’ সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী’র কানাডা সফর

কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ১৫তম হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে ২য় বারের মতো কানাডা গিয়েছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
১১ মার্চ বুধবার সকালে তিনি টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিযোগিতা ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো প্রতি বছরের মতো এবছরও এ প্রতিযোগিতার আয়োজন করছে।কানাডার ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ তথ্য জানান।
আগামী ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

ফ্ল্যাশব্যাক ।। ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০
ফ্ল্যাশব্যাক ।। ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২০ গত ২৪ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি হুজুর; বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত মহাপরিদর্শক, জনাব মাহবুব হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জনাব আব্দুল হামীদ জমাদ্দার;
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
- জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও ধর্মমন্ত্রীর উপদেষ্টা, জর্ডানের আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতার বিচারক পানেলের সভাপতি এবং বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনুল কারীম মুদ্রন ও প্রকাশনা বোর্ড এর সভাপতি, শাইখ ডঃ সামিহ আল-আসামেনাহ।
- বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব মোহাম্মাদ রেজা নাফার।
- বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব হাজী হারিস বিন ওসমান।
- বাংলাদেশে নিযুক্ত মরক্কো দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব মাজিদ হালিম।
- বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব আব্দুল কাইউম মালিকযাদ।
- ঢাকাস্থ কাতার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, জনাব ফাহাদ বিন খলিফা আল-আত্তিয়াহ।
- ঢাকাস্থ মরক্কো দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, জনাব সামীর।
- ঢাকাস্থ মালয়েশিয়া দূতাবাসের সেক্রেটারি, জনাব মুহাম্মাদ ফাদলী।
- ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর জনাব ডঃ হাসান সেহাত।
- ঢাকাস্থ মিসর দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জনাব তারেক আল শায়ের।
- ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জনাব বাম্বাং প্রিহারতাদী।
এবছর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেছেন- ইরানের ক্বারী কারীম মানসূরী, মিসরের শাইখ আদিল আল-বায, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আবদুল্লাহ এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা।
সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি,বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। রাজধানী ঢাকার পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১৫টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ জানুয়ারি, শুক্রবার ২০২০ ঈসায়ী অনুষ্ঠিত হবে।
২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ জানুয়ারি, শুক্রবার ২০২০ ঈসায়ী অনুষ্ঠিত হবে।

আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২০ ঈসায়ী, সকাল ৯টা-রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলি’র পৃষ্ঠপোষকতায় ‘২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হবে।
এবছর জর্ডানের শাইখ ড. সামিহ আল-আসামেনাহ, মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারী কারীম মানসূরী, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন। উক্ত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতগণ।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল মিশরের শাইখ মুস্তফা ইসমাইল রহঃ, শাইখ মাহমুদ খলিল আল হুসরী রহঃ, শাইখ আব্দুল বাসিত রহঃ, বাংলাদেশের ইমামুল কুররা ক্বারী মোঃ ইউসুফ রহঃ, পাকিস্তানের ক্বারী যাহের কাসেমী রহঃ প্রমুখ বিশ্ববিখ্যাত ক্বারীদের হাত ধরে।
১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী, ইমামুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ কর্তৃক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ইক্বরা’ বিগত ২৯ বছরে ১৯বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র বর্তমান সভাপতি, বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
বিঃদ্রঃ মহিলাদের জন্য নামাজ ঘরে বসে ক্বিরাত শোনার সু-ব্যবস্থা থাকবে।-এডমিন প্যানেল।

বাংলাদেশের গৌরব শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সম্মাননা প্রদান।
বাংলাদেশের গৌরব শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সম্মাননা প্রদান।

গত ৫ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলন ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী (সঃ) সম্মেলন-২০১৯’ এর সমাপনী অনুষ্ঠান। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী জেনারেল প্রাইউত চান-ও-চা।
উক্ত সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহন করেন বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ২জন ক্বারী, মিসরের শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর সভাপতি, বাংলাদেশের ‘শাইখুল কুররা’ এবং “মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের” পরিচালক। শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা আরব লীগ কর্তৃক পরিচালিত বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ক্বারীদের সংগঠন ‘ইত্তেহাদুল আরাবী ওয়াদ-দুয়ালী লি-কুররা-ইল-কুরানিল কারীম'(ইত্তেহাদুল কুররা আল-আলামিয়া) এর সভাপতি এবং ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর আন্তর্জাতিক মহাসচিব।
সম্মেলনে প্রধানমন্ত্রী জেনারেল প্রাইউত চান-ও-চা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী এবং শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা উভয়কেই বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
উক্ত সম্মেলনে আরও অংশগ্রহন করেন ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ মোট ১২ দেশের প্রতিনিধিগন। এছারাও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিকবৃন্দ, থাইল্যান্ডের ওলামাগণ, মন্ত্রীবর্গ, বিমানবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী একমাত্র বাংলাদেশী যিনি বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও বিভিন্ন দেশের বাদশাহ’র দাওয়াতে সফর করে থাকেন। তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও মহান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাত এর পথ প্রদর্শক, বাংলাদেশের সাবেক শাইখুল কুররা, ইমামুল কুররা হযরত ক্বারী মুহাম্মদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।

ফ্ল্যাশব্যাক ।। ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯
ফ্ল্যাশব্যাক ।। ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৯ গত ৮ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ্জ শেখ মোঃ আবদুল্লাহ।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আলহাজ্জ শাহ সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান, জনাব মোশাররফ হোসাইন ভূঁইয়া, এনডিসি; ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জনাব শামীম মোহাম্মাদ আফজাল; বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি হুজুর; বাংলাদেশে নিযুক্ত ইরান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ রেজা নাফার; বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জনাব মোঃ রোসলান।
সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি,বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সম্মেলনে অংশগ্রহণ করেন মিশরের ক্বারী শাইখ ইয়াসির শারকাওয়ী, দক্ষিন আফ্রিকার ক্বারী আব্দুর রহমান সা’দিয়ান, তুরস্কের শাইখ ইয়াশার জুহাদার, ইরানের ক্বারী হামীদ শাকেরনেজাদ এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিম্বায়াবায়া।
রাজধানী ঢাকার পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১২টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।