আরব বিশ্বের প্রসিদ্ধ সংগঠন ‘আরব লীগ’ কর্তৃক পরিচালিত সংস্থা ‘Arab Peoples and Parliaments Organizations/منظمة الشعوب والبرلمانات العربية ‘ পক্ষ থেকে এর প্রেসিডেন্ট ড. আব্দুল আযীয আব্দুল্লাহ হামাদ এবং বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ক্বারীদের সংগঠন “الاتحاد العربي والدولي لقراء القرآن الكريم/ আল-ইত্তেহাদুল আরাবী ওয়াদ-দাউলী লি-কুররা ঈল-কুরানিল কারীম“র পক্ষ থেকে এর প্রেসিডেন্ট মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা বাংলাদেশের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী হিসেবে মনোনীত করেছেন।
উল্লেখ্য যে স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক, ইমামুল কুররা হযরত শাইখ ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ। চলতি বছরের ১৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।
শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী বিশ্বের বিভিন্ন দেশের রাজপ্রাসাদ ও আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে একমাত্র বাংলাদেশী হিসেবে অংশগ্রহন করে থাকেন এবং বিশ্বের উল্লেখযোগ্য আন্তর্জাতিক ক্বিরাত ও হিফয প্রতিযোগীতায় একমাত্র বাংলাদেশী বিচারক হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। সারা বিশ্বে তার এ সম্মান ও যোগ্যতার ভিত্তিতে ‘Arab Peoples and Parliaments Organizations’ এবং আল-ইত্তেহাদুল আরাবী ওয়াদ-দাউলী লি-কুররা ঈল-কুরানিল কারীম’র পক্ষ থেকে তিনি বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী হওয়ার এ সম্মান অর্জন করলেন। উল্লেখ্য শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, ইমামুল কুররা শাইখ ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর বড় সাহেবযাদা।
শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা জানান শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীর এ নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সাথে বহির্বিশ্বের সম্পর্কের নতুন গতি আনবে এবং বাংলাদেশের কুরআন তিলাওয়াতের এ ক্ষেত্রকে আরো সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। শাইখ আহমাদ বিন ইউসুফ ২০০১ সালে বাংলাদেশে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পাশ করেন এবং পরবর্তীতে মিসরের আল-আযহারের মা’হাদুল ক্বিরাত থেকে পড়াশুনা করে ১০ ক্বিরাতের উপর প্রথম বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ সনদ অর্জন করেন।
ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর ইন্তেকালের পর বর্তমানে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা) এর সভাপতি ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ’ তথা ‘বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট’ এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।