আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় ১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৯ গত ৮ ফেব্রুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ্জ শেখ মোঃ আবদুল্লাহ।প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আলহাজ্জ শাহ সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান, জনাব মোশাররফ হোসাইন ভূঁইয়া, এনডিসি; ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জনাব শামীম মোহাম্মাদ আফজাল; বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি হুজুর; বাংলাদেশে নিযুক্ত ইরান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ রেজা নাফার; বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জনাব মোঃ রোসলান।
সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি,বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সম্মেলনে অংশগ্রহণ করেন মিশরের ক্বারী শাইখ ইয়াসির শারকাওয়ী, দক্ষিন আফ্রিকার ক্বারী আব্দুর রহমান সা’দিয়ান, তুরস্কের শাইখ ইয়াশার জুহাদার, ইরানের ক্বারী হামীদ শাকেরনেজাদ এবং ফিলিপাইনের ক্বারী নো’মান পিম্বায়াবায়া।
রাজধানী ঢাকার পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১২টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।