১৬তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৬ ফেব্রুয়ারীর ১১-১২ তারিখ বাংলাদেশর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ।উক্ত সম্মেলনটি আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এবং পৃষ্ঠপোষকতা করেছে পিএইচপি ফ্যামিলি বাংলাদেশ। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডঃ গওহর রিজভি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির কর্ণধার আলহাজ্জ সূফী মুহাম্মাদ মিযানুর রহমান সাহেব।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ সাহেব।সম্মেলনে অংশগ্রহণ করেন মিশরের বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাইনা, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী,মিশরের শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরিজি,আলজেরিয়ার শাইখ রিয়াদ আল জাযায়েরী,ইরাকের কুর্দিস্তানের ক্বারী ডাঃ কোচার ওমর আলী এবং ইরানের ক্বারী হামিদ রেযা আহমাদি ওয়াফা।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১০ টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।