ইক্বরার পরিচিতি

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)

১৯৬৬ সালে তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের সংগঠন ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ প্রতিষ্ঠার লক্ষ্য ছিল আরব বিশ্বের পাশাপাশি সমগ্র এশিয়া মহাদেশে (বিশেষ করে উপমহাদেশে) বিশুদ্ধ কুরআন তিলাওয়াত (ক্বিরাত) এর ব্যাপক প্রচলন করা।

১৯৯১ সালে বাংলাদেশে ইমামুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর মাধ্যমে পুনরায়  ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ‘ইক্বরা’ ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত ও বিশ্ববিখ্যাত ক্বারী সাহেবদের বাংলাদেশে দাওয়াত করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করে আসছে। বিগত ২৯ বছরে ‘ইক্বরা’ বাংলাদেশে ২০বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজন করেছে। উক্ত সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার প্রতি ব্যাপক আগ্রহ তৈরী করেছে।এ সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বৈশ্বিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববন্ধন দৃঢ় হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের খিদমতে নিয়োজিত একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা মানুষকে শুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী ও শিক্ষা প্রদানে নিয়োজিত। এ সংস্থার অধীনে বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র স্বতন্ত্র ক্বিরাতের প্রতিষ্ঠান “বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট/معهد القراءات بنغلاديش/Institute of Quranic Science and Phonetics Bangladesh” পরিচালিত হচ্ছে।যার প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদেরকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা দেয়া।উক্ত প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে শিক্ষার্থীরা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

 

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'