নিউজ/ইভেন্টস

২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’

 নভেম্বর 24, 2024      Dhaka

আগামী ২৯ নভেম্বর ২০২৪, রোজ শুক্রবার, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ‘২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪’ ।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন মিসরের শাইখ ক্বারী ইয়াসির শারক্বউঈ, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নাফীসী, ইরাকের কুর্দিস্তানের ডাক্তার ক্বারী কোচার ওমর আলী এবং মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা, জনাব আ ফ ম খালিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সুফী মোঃ মিজানুর রহমান। আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারীদের অন্যতম, বাংলাদেশের শাইখুল কুররা, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারী মোঃ ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। ক্বারী মোঃ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।

এবছর সম্মেলন আরম্ভ হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য এদেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি এবং বিদেশি ছাত্রবৃন্দ। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে। এবছর দেশের ১৪টি জেলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪

 নভেম্বর 23, 2024      Dhaka

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে এবং পিএইচপি ফ্যামিলি এর পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ নভেম্বর, শুক্রবার (সকাল ৮টা-রাত ১০টা) আয়োজিত হবে ১৯৬৬ সাল থেকে বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ কুরআন তিলাওয়াতের সম্মেলন

২৩তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৪

স্থান: জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বর, ঢাকা

সভাপতি: বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারীদের অন্যতম, বাংলাদেশের শাইখুল কুররা
শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী

অংশগ্রহণকারী দেশসমূহ:
বাংলাদেশ, মিসর, ইরান,পাকিস্তান, মরক্কো, কুর্দিস্তান

কুরআনের এই মহতি অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত

বিশ্বখ্যাত ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারীর অষ্ট্রেলিয়া সফর।

 মে 4, 2024      Dhaka

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী ‘আইসিএমজি অষ্ট্রেলিয়া’ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ‘মাঈদায়ে কুরআন’ সম্মেলনের সম্মানিত অতিথি হিসেবে অংশ নিতে তৃতীয় বারের মতো অষ্ট্রেলিয়ার মেলবোর্ন এর উদ্দেশ্যে আগামীকাল বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৪মে মেলবোর্ন থেকে এ সম্মেলন শুরু হবে।সিডনি ও পার্থে সম্মেলনের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ‘ICMG অষ্ট্রেলিয়া’ এর প্রধান রমাদ্বন ওযকান। শাইখ আহমাদ ইউসুফের এই সফরের মাধ্যমে অষ্ট্রেলিয়াতে অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।
উল্লেখ্য যে, ক্বারী আহমাদ ইউসুফ বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রুপকার ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর বড় পুত্র।

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি ক্বারী

 মার্চ 23, 2024      Dhaka

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক এবং উপমহাদেশে শৈল্পিক তিলাওয়াতের রুপকার শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। মঙ্গলবার রাজধানী রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী অষ্টম বারের মত মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ) এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য রাজকীয় অতিথি হিসেবে যাচ্ছেন।

রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে তিলাওয়াত করবেন।

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের রাজপ্রাসাদে দাওয়াত করে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

উল্লেখ্য যে, ক্বারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর বড় ছেলে।

২২তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামী ২০ জানুয়ারি, ২০২৩।

 জানুয়ারি 7, 2023      Dhaka

ইক্বরা সংস্থার সিলেটে বন্যার্তদের পুনর্বাসন ও স্বাবলম্বীকরণ প্রকল্প

 আগস্ট 12, 2022      Dhaka

আলহামদুলিল্লাহ্‌, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা সংস্থা) সিলেটে বন্যার্তদের পুনর্বাসন ও স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

গত এক সপ্তাহে ইক্বরা টীম জালালাবাদ, বিশ্বনাথ, ছাতক ও সদর থানার খালপাড়, মীরেরগাঁও, ফতেহপুর, ফুলকুচি, কাটলীপাড়া, গোবিন্দগঞ্জ, আঘালিয়া, কারীপাড়া, নয়াবাজার এলাকাসমূহে খোঁজ নিয়ে নিয়ে প্রাপ্য হকদারদের প্রয়োজন অনুযায়ী ঘর মেরামতের জন্য টিন ও অনুষঙ্গিক, স্বাবলম্বী করে তোলার জন্য সেলাই মেশিন ও ছাগল প্রদান, অসুস্থদের হুইল চেয়ার প্রদান, চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, অসচ্ছলদের নগদ অর্থ প্রদান করেছে।

ইক্বরা সংস্থা বছরব্যাপী এ কার্যক্রমে নিজেদেরকে জড়িত রাখবে ইনশাল্লাহ। মানবতার সেবায় এধরণের সেবামূলক কার্যক্রমে আপনাদের সকলের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।

ইরানের মিশকাহ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হতে ইক্বরা কর্তৃক ১০জন প্রতিযোগী বাছাই

আগস্ট 1, 2022
"মিশকাহ আন্তর্জাতিক ক্বিরাত ও হিফয প্রতিযোগিতা ইরান-২০২২" এর প্রথম পর্বে

  View More

ইরানের মিশকাহ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ হতে ইক্বরা কর্তৃক ১০জন প্রতিযোগী বাছাই

 আগস্ট 1, 2022      Dhaka

“মিশকাহ আন্তর্জাতিক ক্বিরাত ও হিফয প্রতিযোগিতা ইরান-২০২২” এর প্রথম পর্বে অংশগ্রহণের লক্ষ্যে International Quran Recitation Association – IQRA (আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা-ইক্বরা সংস্থা) গতকাল ৩১ জুলাই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ হতে ১০ (ক্বিরাতে ৫ জন, হিফযে ৫ জন) প্রতিযোগী বাছাই করেছে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে ইক্বরা সংস্থা

 জুলাই 27, 2022      Dhaka

২০২২ সালে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাধ্যমত পাশে দাঁড়াতে (International Quran Recitation Association – IQRA) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা-(ইক্বরা সংস্থা) গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। বন্যার্তদের সহায়তায় ফান্ড গঠনের জন্য ইক্বরা সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করার পর দেশ ও বিদেশ হতে শুভাকাঙ্ক্ষীগণ এই উদ্যোগে ইক্বরা সংস্থা’র আহবানে সাড়া দিয়েছেন এবং সহযোগিতা করেছেন।

‘ইক্বরা টীম’ সিলেট শহর থেকে ১৫ কি.মি. দূরে লামাকাজী মীরেরবাগ, ফতেহপুর ফুলকুচি, খালপাড়, বেগমপুর, ইসলামপুর, খাসেরগাঁও, বিশ্বনাথ, আমতল, গোবিন্দগঞ্জ, ছাগলপাড়া এলাকাসমূহে সর্বপ্রথম খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গমন করে।

‘ইক্বরা টীম’নেত্রকোনা জেলার ৪টি পৃথক স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মুসলিম, সনাতন, গারো উপজাতিসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে উপহার সামগ্রী এবং বন্যা পরবর্তী ধকল কাটিয়ে ওঠার জন্য নগদ অর্থ প্রদান করে।

 

কুড়িগ্রামে বন্যার্তদের জন্য ইক্বরা সংস্থা এর পক্ষ থেকে নাগেশ্বর উপজেলা ও কচাকাটা উপজেলার নুনখাওয়া ইউনিয়ন, নারায়নপুর ইউনিয়নের কয়েকটি দুর্গম ও প্রত্যন্ত গ্রামে বস্ত্র, শিশুখাদ্য ও নগদ লক্ষাধিক টাকা উপহার প্রদান করা হয়েছে। একই সাথে কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত অনেক ইমাম/মু’আযযিন সাহেব আছেন যারা কোন ধরণের সহায়তা পাননি কারো কাছে, ইক্বরা সংস্থা কর্তব্য মনে করে সাধ্যমত তাদেরকে হাদিয়া প্রদান করেছে।

 

 

ইক্বরা সংস্থা ঈদুল আযহা উপলক্ষে সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় বন্যায় আক্রান্ত কয়েক হাজার মানুষ যাতে করে ঈদের দিন অন্তত গোশতের স্বাদ গ্রহণ করতে পারে সে লক্ষ্যে সাধ্যমত তাদের মাঝে গরু ও খাশির গোশত বিতরণ করেছে।

ইনশাআল্লাহ খুব শীগ্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী ও পূনর্বাসনের কার্যক্রম শুরু করবে ইক্বরা সংস্থা।

 

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'