তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের গর্ব,বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের অন্যতম শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। সোমবার দেশটির ধর্মমন্ত্রী ডঃ আলী আরবাস তার হাতে এ সম্মাননা তুলে দেন।
তুরস্কে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতা ২০১৮ এর বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। তিনি বাংলাদেশের শাইখুল কুররা প্রয়াত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (রঃ) এর বড় ছেলে।উল্লেখ্য উক্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে শাইখুল কুররা প্রয়াত মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ (রঃ) এরও দাওয়াত এসেছিল, কিন্তু বার্ধক্যজনিত অসুস্থতার কারনে এবং পরবর্তিতে তার ইন্তেকালের কারনে বিষয়টি স্থগিত হয়ে যায়।
এ প্রতিযোগিতায় ৭৫টি দেশ অংশগ্রহণ করেছে। ৩০ মে এ প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করার কথা ছিল তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান এর, কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ততার কারনে এবছর তিনি প্রতিযোগিতার সমাপ্তি দিনে উপস্থিত হতে পারেননি।
উল্লেখ্য, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশিদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি কুরআনের ১০ কিরাতের উপরে সর্বোচ্চ সনদের অধিকারী ও বিশেষজ্ঞ। শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক।
এর আগেও তিনি ব্রুনাই দারুসসালামে অনুষ্ঠিত ৬০তম জাতীয় কিরাত প্রতিযোগিতা ২০১৮, জর্ডান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৭, অল ইন্ডিয়া কিরাত প্রতিযোগিতা ২০১৭, ইরাকের কুর্দিস্তানের জাতীয় কিরাত প্রতিযোগিতা ২০১৩, আফ্রিকার তানজানিয়াতে অনুষ্ঠিত ইস্ট-আফ্রিকা কিরাত প্রতিযোগিতা ২০১২ এর বিচারক ছিলেন।