‘ইক্বরা’ সদস্য মালয়েশিয়ার বিখ্যাত ক্বারী, শাইখ ওয়ান আইনুদ্দীন হিলমী (রহঃ) এর ইন্তেকাল।

——إنا لله وإنا إليه راجعون——

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর অন্যতম সদস্য, মালয়েশিয়ার বিশ্ববিখ্যাত ক্বারী, শাইখ ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আবদুল্লাহ (রহঃ) আজ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি প্রথমবার ২০১২ সালে এবং সর্বশেষ গতবছর ২০২০ সালে ২০তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মলেনে অংশ নিয়ে বাংলাদেশের মানুষকে তার সুললিত কণ্ঠের অসাধারন তিলাওয়াত শুনিয়েছিলেন।
আল্লাহ রব্বুল আ’লামীনের কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত আ’লা নসীব করুন।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'