‘ইক্বরা’ সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী’র কানাডা সফর

কানাডার টরন্টোতে অনুষ্ঠিতব্য ১৫তম হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগীতার প্রধান অতিথি হিসেবে ২য় বারের মতো কানাডা গিয়েছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক, বাংলাদেশের বিশ্বখ্যাত ক্বারী, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।
১১ মার্চ বুধবার সকালে তিনি টরন্টোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রতিযোগিতা ১৩-১৫ মার্চ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো প্রতি বছরের মতো এবছরও এ প্রতিযোগিতার আয়োজন করছে।কানাডার ইসলামিক ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ইউনুস ইনগার এক বিবৃতিতে এ তথ্য জানান।
আগামী ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি বাংলাদেশের বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) এর বড় পুত্র।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'