ফ্ল্যাশব্যাক ।। ২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২১ গত ২৪ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব শ ম রেজাউল করিম এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, একুশে পদকপ্রাপ্ত জনাব সূফী মুহাম্মাদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি হুজুর; বাংলাদেশ পুলিশ এর উপ-মহাপরিদর্শক, জনাব এ জেড এম নাফিউল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জনাব ডঃ মুশফিকুর রহমান; বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান, জনাব মিসবাহুর রহমান চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

  • বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান দূতাবাসের ভারপ্রাপ্ত মান্যবর রাষ্ট্রদূত, জনাব কামার আব্বাস খোকার।
  • ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের হেড অব সৌদি ডিপার্টমেন্ট, জনাব হুসাইন আহমেদ আল বালাউয়ী। 
  • ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কাউন্সেলর, জনাব ফাসিহ আলী

এবছর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেন- ইরানের ক্বারী হামেদ আলীযাদেহ, মিসরের শাইখ ত্বহা আন-নো’মানী, আফগানিস্তানের ক্বারী আলী রেযা রেযায়ী, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাাদ নাযীর আসগর এবং পাকিস্তানের ক্বারী সোহাইল আহমেদ তারীন।

সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি,বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। রাজধানী ঢাকার পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১৪টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'