২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১ এর আপডেট

একটি বিশেষ ঘোষনা:

বিগত কয়েক মাস যাবত সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কুরআন প্রেমিকগণ, শুভাকাঙ্খী, নিয়মিত দর্শকবৃন্দ ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ কর্তৃক ১৯৬৬ সাল থেকে আয়োজিত বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলন ‘ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’ এর ২১তম সম্মেলন সম্পর্কে জানতে চাচ্ছেন।

‘ইক্বরা’ প্রতিবছর জানুয়ারি মাসে বাংলাদেশে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজন করে।

কিন্তু বিগত ২০২০ সালে বৈশ্বিক কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারির কারনে সারা বিশ্বেই এক বিরুপ প্রভাব বিস্তার করেছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানী হয়েছে। এর মোকাবেলায় বাংলাদেশসহ সারা বিশ্বই একই নিয়মনীতি পালন করেছে। যার মধ্যে অন্যতম অতিরিক্ত লোকসমাগম এড়িয়ে চলা। বিশ্বের অনেক দেশেই এখনো সেমি-লকডাউন অবস্থা বিরাজমান।

এমতাবস্থায় বৈশ্বিক পরিস্থিতি ও রাষ্ট্রের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে ‘ইক্বরা’ এবছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আয়োজন করেনি। যেহেতু এখনো সমগ্র বিশ্বে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই ‘ইক্বরা’ এ পরিস্থিতিতে সম্মেলন আয়োজন করা থেকে বিরত আছে।

যেহেতু ‘ইক্বরা’ আয়োজিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলনে পরিণত হয়েছে, সেক্ষেত্রে সম্মেলনে আগত বিদেশি মেহমানবৃন্দ, বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রের কূটনীতিকবৃন্দ, বিশেষ ব্যক্তিবর্গ, সমস্ত দর্শকশ্রোতাদের শারীরিক স্বাস্থ্যের নিরাপত্তার কথা চিন্তা করে ‘ইক্বরা’ এ মুহুর্তে বাংলাদেশে এতো বড় একটি আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করা থেকে বিরত থাকাতেই উপযুক্ত মনে করেছে।

আমরা আশাবাদী, মহান আল্লাহ রব্বুল আলামীনের অশেষ রহমতে উদ্ভুত পরিস্থিতি স্বাভাবিক হলেই ‘২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’ এর তারিখ ও সময় ঘোষনা করা হবে ইনশাল্লাহ।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'