বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি এবং বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট এর পরিচালক, শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য ‘কুরআন-ই-কারিম যিয়াফেতি ২০১৯’ শীর্ষক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সফর করেছেন।
আগামী ২৪ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ক্বারী, স্কলারস ও রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করবেন। ইউরোপের অন্যতম বড় ইসলামিক সংগঠন ‘আইজিএমজি’ এ সম্মেলনের আয়োজন করেছে।