ফ্ল্যাশব্যাক ।। ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে, পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২০ গত ২৪ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমীর, মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জি হুজুর; বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত মহাপরিদর্শক, জনাব মাহবুব হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, জনাব আব্দুল হামীদ জমাদ্দার;

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

  • জর্ডানের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও ধর্মমন্ত্রীর উপদেষ্টা, জর্ডানের আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতার বিচারক পানেলের সভাপতি এবং বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআনুল কারীম মুদ্রন ও প্রকাশনা বোর্ড এর সভাপতি, শাইখ ডঃ সামিহ আল-আসামেনাহ।
  • বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব মোহাম্মাদ রেজা নাফার।
  • বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালাম দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব হাজী হারিস বিন ওসমান।
  • বাংলাদেশে নিযুক্ত মরক্কো দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব মাজিদ হালিম
  • বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তান দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত, জনাব আব্দুল কাইউম মালিকযাদ।
  • ঢাকাস্থ কাতার দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, জনাব ফাহাদ বিন খলিফা আল-আত্তিয়াহ
  • ঢাকাস্থ মরক্কো দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, জনাব সামীর
  • ঢাকাস্থ মালয়েশিয়া দূতাবাসের সেক্রেটারি, জনাব মুহাম্মাদ ফাদলী।
  • ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর জনাব ডঃ হাসান সেহাত।
  • ঢাকাস্থ মিসর দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জনাব তারেক আল শায়ের
  • ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জনাব বাম্বাং প্রিহারতাদী

এবছর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহন করেছেন-  ইরানের ক্বারী কারীম মানসূরী, মিসরের শাইখ আদিল আল-বায, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী বিন আবদুল্লাহ এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা।

সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি,বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী। রাজধানী ঢাকার পর আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১৫টি স্থানে অনুষ্ঠিত হয়েছে।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'