প্রতিষ্ঠানের খবর

আন্তর্জাতিক মিলাদুন্নবী(সঃ) সম্মেলন উদ্ভোধন করলেন থাইল্যান্ড এর রাজা মাহা ভাজিরালংকর্ণ

এপ্রিল 6, 2019
গত ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলন 'আন্তর্জাতিক মিলাদুন্নবী (সঃ)

  View More

আন্তর্জাতিক মিলাদুন্নবী(সঃ) সম্মেলন উদ্ভোধন করলেন থাইল্যান্ড এর রাজা মাহা ভাজিরালংকর্ণ

 এপ্রিল 6, 2019      Dhaka

গত ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো থাইল্যান্ডের ইতিহাসে সর্ববৃহৎ ক্বিরাত সম্মেলন ‘আন্তর্জাতিক মিলাদুন্নবী (সঃ) সম্মেলন-২০১৯’। উক্ত সম্মেলন উদ্ভোধন করেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ (রাজা রামা দশম)

উক্ত সম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহন করেন বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ২জন ক্বারী, মিসরের শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী

শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর সভাপতি, বাংলাদেশের ‘শাইখুল কুররা’ এবং “মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের” পরিচালক।

শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা আরব লীগ কর্তৃক পরিচালিত বিশ্বের আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ক্বারীদের সংগঠন ‘ইত্তেহাদুল আরাবী ওয়াদ-দুয়ালী লি-কুররা-ইল-কুরানিল কারীম'(ইত্তেহাদুল কুররা আল-আলামিয়া) এর সভাপতি এবং ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর আন্তর্জাতিক মহাসচিব।

উক্ত সম্মেলনে আরও অংশগ্রহন করেন ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনামসহ মোট ১২ দেশের প্রতিনিধিগন। এছারাও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, কূটনীতিকবৃন্দ, থাইল্যান্ডের ওলামাগণ, মন্ত্রীবর্গ, বিমানবাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তব্যে থাই রাজা এই সম্মেলন আয়োজনের গুরুত্বারোপ করেন এবং সম্মেলনে আগত বিদেশি মেহমানদের প্রশংসা করেন।

থাই রাজার বক্তব্যের পর সম্মিলিত না’ত এ রাসুল (সঃ) পরিবেশিত হয় এবং দু’আ অনুষ্ঠিত হয় যেখানে থাই রাজা দাঁড়িয়ে সম্মিলিত মুনাজাতে অংশ নেন।

দু’আ শেষে তিলাওয়াত পরিবেশন করেন মিসরের শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী। তিলাওয়াত শেষে তাদের উভয়কেই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী একমাত্র বাংলাদেশী যিনি বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও বিভিন্ন দেশের বাদশাহ’র দাওয়াতে সফর করে থাকেন। তিনি ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও মহান স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাত এর পথ প্রদর্শক, বাংলাদেশের সাবেক শাইখুল কুররা, ইমামুল কুররা হযরত ক্বারী মুহাম্মদ ইউসুফ (রহ.)-এর বড় ছেলে।

বিশ্ববিখ্যাত ক্বারীবৃন্দের “মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ” পরিদর্শন

মার্চ 23, 2019
১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯ এ আগত ক্বারীবৃন্দ গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট পরিদর্শনে

  View More

বিশ্ববিখ্যাত ক্বারীবৃন্দের “মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ” পরিদর্শন

 মার্চ 23, 2019      Dhaka

১৯তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯ এ আগত ক্বারীবৃন্দ গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট পরিদর্শনে আসেন। তাদের মধ্যে ছিলেন-

  • মিশরের ক্বারী শাইখ ইয়াসির শারকাওয়ী
  • দক্ষিন আফ্রিকার ক্বারী আব্দুর রহমান সা’দিয়ান
  • তুরস্কের শাইখ ইয়াশার জুহাদার
  • ইরানের ক্বারী হামীদ শাকেরনেজাদ এবং
  • ফিলিপাইনের ক্বারী নো’মান পিম্বায়াবায়া

তারা ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের উপর গুরুত্বারোপ করেন।

 

শাইখুল কুররা ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী’র জার্মানি সফর

মার্চ 23, 2019
বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)'র সভাপতি এবং বাংলাদেশ ক্বিরাত

  View More

শাইখুল কুররা ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী’র জার্মানি সফর

 মার্চ 23, 2019      Dhaka

বাংলাদেশের শাইখুল কুররা তথা প্রধান ক্বারী, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি এবং বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট এর পরিচালক, শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী জার্মানির ডর্টমুন্ড শহরে অনুষ্ঠিতব্য ‘কুরআন-ই-কারিম যিয়াফেতি ২০১৯’ শীর্ষক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সফর করেছেন।

আগামী ২৪ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ক্বারী, স্কলারস ও রাষ্ট্রদূতগণ অংশগ্রহণ করবেন। ইউরোপের অন্যতম বড় ইসলামিক সংগঠন ‘আইজিএমজি’ এ সম্মেলনের আয়োজন করেছে।

দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান ক্বারী, শাইখুল কুররা আবুল হাসান আযমী সাহেবের মা’হাদ পরিদর্শন

ডিসেম্বর 27, 2018
দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান ক্বারী, ভারতের শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী আবুল হাসান আযমী

  View More

দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান ক্বারী, শাইখুল কুররা আবুল হাসান আযমী সাহেবের মা’হাদ পরিদর্শন

 ডিসেম্বর 27, 2018      Dhaka

দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান ক্বারী, ভারতের শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী আবুল হাসান আযমী হাফিযাহুল্লহ গতকাল ২৬ ডিসেম্বর মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ পরিদর্শন করেন। এসময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। তিনি তাজ্উঈদ সহকারে কুরআন তিলাওয়াতের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বিশ্ববিখ্যাত কারী শাইখ ডা: আহমাদ নাঈনার মা’হাদ এ আগমন

অক্টোবর 22, 2018
ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) এর আন্তর্জাতিক সেক্রেটারি, মিসরের বিশ্ববিখ্যাত

  View More

বিশ্ববিখ্যাত কারী শাইখ ডা: আহমাদ নাঈনার মা’হাদ এ আগমন

 অক্টোবর 22, 2018      Dhaka

ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) এর আন্তর্জাতিক সেক্রেটারি, মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা হাফিযাহুল্লহ তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

গতকাল দুপুর ২টার দিকে  তিনি মা’হাদুল কিরাত বাংলাদেশ (বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট) পরিদর্শন করেন। এ উপলেক্ষ মা’হাদুল কিরাত বাংলাদেশ বিশেষ সংবর্ধনা ও ক্বিরাত অনুষ্ঠানের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সদস্যরা, এবং মা’হাদুল কিরাত বাংলাদেশের ছাত্রবৃন্দ।

ডা. নাঈনা ইনস্টিটিউটের ছাত্রদের তিলাওয়াতের বিভিন্ন নিয়ম কানুন ও পদ্ধতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশের কল্যাণে দোয়ার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। ডা. নাঈনা রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক সুফি সম্মেলনে কুরআন তিলাওয়াত করেন যার আয়োজন করেছে পিএইচপি ফ্যামিলি বাংলাদেশ।

ডা. আহমাদ নাঈনা ১৬ তারিখ ঢাকা থেকে মিসরের উদ্দেশে রওনা হবেন।

মরক্কোর বাদশাহ এর দাওয়াতে বিশ্বনন্দিত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী এর মরক্কো সফর

জুন 5, 2018
উপমহাদেশের ইলমে ক্বিরাত এর কিংবদন্তী,বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত এর পথ প্রদর্শক, শাইখুল কুররা মাওলানা ক্বারী

  View More

মরক্কোর বাদশাহ এর দাওয়াতে বিশ্বনন্দিত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী এর মরক্কো সফর

 জুন 5, 2018      Dhaka

উপমহাদেশের ইলমে ক্বিরাত এর কিংবদন্তী,বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত এর পথ প্রদর্শক, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর সুযোগ্য পুত্র বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের মধ্যে অন্যতম,বাংলাদেশের গৌরব,আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা) এর সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক উস্তাদুল কুররা মাওলানা শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ মরক্কোর বাদশাহ মুহাম্মাদ(ষষ্ঠ) এর দাওয়াতে ৫ম বারের মতো মরক্কো সফর করেছেন।সেখানে তিনি মরক্কোর বাদশাহের রাজপ্রাসাদে বাদশাহ মুহাম্মাদ(ষষ্ঠ) এর উপস্থিতিতে তিলাওয়াত করবেন।উক্ত আনুস্থানে আরও উপস্থিত থাকবেন রাজপরিবারের সদস্যবৃন্দ,মন্ত্রীবর্গ,বিশ্বের উল্লেখযোগ্য ইসলামিক স্কলারবৃন্দ, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ ও ক্বারী সাহবেগন।

 

শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ এর অস্ট্রেলিয়া সফর

 এপ্রিল 26, 2018      Dhaka

বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট (Institute of Quranic Science and Phonetics Bangladesh) এর সম্মানিত পরিচালক শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে  অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে সফর করেছেন।

শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ এর ব্রুনাই দারুসসালাম সফর

 ফেব্রুয়ারি 23, 2018      Dhaka

বাংলাদেশ ক্বিরাত ইন্সটিটিউট (Institute of Quranic Science and Phonetics Bangladesh) এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ ব্রুনাই দারুসসালামে অনুষ্ঠিতব্য জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশগ্রহণের উদ্দেশ্যে সফর করেছেন।


Fatal error: Uncaught Error: Undefined constant "custom_pagination" in /home/iqrabd/public_html/wp-content/themes/iqrabd/page-news_institute.php:93 Stack trace: #0 /home/iqrabd/public_html/wp-includes/template-loader.php(106): include() #1 /home/iqrabd/public_html/wp-blog-header.php(19): require_once('/home/iqrabd/pu...') #2 /home/iqrabd/public_html/index.php(17): require('/home/iqrabd/pu...') #3 {main} thrown in /home/iqrabd/public_html/wp-content/themes/iqrabd/page-news_institute.php on line 93