ফ্ল্যাশব্যাক ।। ১৭তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৭

১৭তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০১৭ জানুয়ারির ২৬-২৭ তারিখ বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ।উক্ত সম্মেলনটি আয়োজন করেছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)  এবং পৃষ্ঠপোষকতা করেছে পিএইচপি ফ্যামিলি বাংলাদেশ

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহনমন্ত্রী জনাব শাজাহান খান এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির কর্ণধার আলহাজ্জ সূফী মুহাম্মাদ মিযানুর রহমান সাহেব।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত জনাব ওয়ালীদ সামসুদ্দিন,ইরানের রাষ্ট্রদূত জনাব ডঃ আব্বাস ভায়েযি দেহনাভি,কাতারের রাষ্ট্রদূত জনাব মুহাম্মাদ বিন আহমাদ আল দিহাইমী এবং মরক্কো,ইরান,মালয়েশিয়া,ব্রুনাই,যুক্তরাষ্ট্রের সম্মানিত কূটনীতিকবৃন্দ।সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশের শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ সাহেব।সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী,মিশরের শাইখ মুহাম্মাদ আহমাদ বাসইউনী,শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরিজি,শাইখ মুহাম্মাদ আল হুসাইনি ঈতাহ,ইরানের ক্বারী জাফার ফারদি,ভারতের ক্বারী তৈয়ব জামাল,মরক্কোর ক্বারী ডঃ আব্দুল ফাত্তাহ আল ফুরাইসি এবং মালয়েশিয়ার ক্বারী ডঃ আনোয়ার বিন হাসিন।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর উদ্যোগে উক্ত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশের ১২টি জেলায় অনুষ্ঠিত হয়েছে।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'