রোহিঙ্গাদের বাঁচান,মানবতাকে রক্ষা করুন

আপনারা সকলেই অবগত আছেন যে, মায়ানমারে সরকারি বাহিনী মুসলিমদের হত্যা করে একটি মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। যার ফলে সেখানে চলছে পৃথিবীর ইতিহাসের অন্যতম নিকৃষ্ট গণহত্যা। প্রকাশ্যে দিবালোকে রোহিঙ্গা মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।নারীদের সম্ভ্রমহানি করছে।নারী,শিশুদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।বাড়িঘর জ্বালিয়ে লুটপাট করছে মুসলমানদের সম্পদ, উচ্ছেদ করা হচ্ছে তাদের পৈতৃক ভিটে ও জন্মভূমি থেকে।ইতিমধ্যে ৬ লক্ষেরও অধিক নির্যাতিত মুসলমান প্রিয়জনদেরকে হারিয়ে সবকিছু ত্যাগ করে তাঁদের জীবন রক্ষার্থে বাধ্য হয়ে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং খোলা আকাশের নিচে রোদ,বৃষ্টি, অনাহারে মানবেতর জীবন যাপন করছেন।তাঁদের পাশে আমাদের দাঁড়ানো মানবতার দৃষ্টিকোন থেকে আবশ্যক এবং ঈমানী দায়ীত্ব। আমরা যদি দিনে পাঁচ বেলা খেতে পারি তাহলে অন্তত এক বেলা তাঁদের মুখে খাবার তুলে দেওয়াটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই আমাদের সবার যে যার অবস্থান থেকে সহিংসতার শিকার এই রোহিঙ্গা মুসলমানদের সাহায্যে এগিয়ে আসতে হবে।

রসূলুল্লহ সল্লল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (হযরত আব্দুল্লাহ ইবনে উবাঈ রঃ থেকে বর্নিত) “যে ব্যক্তি অপর ভাইয়ের কোন উপকারে রত থাকেন, আল্লাহ তা’আলা তাঁর উপকারে রত থাকেন”

অন্য একটি হাদিসে এসেছে, রসূলুল্লহ বলেছেন: যে ব্যক্তি কোন মুসলমানের যে কোন কস্ট দুর করে দেয় কিয়ামতের দিন আল্লাহ তাঁর কঠিন কষ্ট দূর করে দিবেন (আবু দাউদ, তিরমিযী)।

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) মানবতার কল্যাণে নিয়োজিত একটি অলাভজনক সংস্থা।বিগত ১৫ সেপ্টেম্বর থেকে ‘ইক্বরা টিম’ টেকনাফের থ্যাংকখালির পশ্চিম গুনারপারাতে ৫০১ টি রোহিঙ্গা পরিবারের দায়িত্ব নিয়ে সেখানে তাঁদের খাদ্য, বাসস্থান,চিকিৎসা,আর্থিক প্রয়োজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে।বিগত দেড়মাসে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ‘ইক্বরা টিম’ এর সমস্ত কার্যবিবরন পর্যায়ক্রমে দেয়া হবে।

যারা মানবতার সেবায় রোহিঙ্গা মুসলমানদের রক্ষার্থে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সাথে কাজ করতে চান তারা নিন্মের ফোন নাম্বারসমূহে সাহায্য পাঠাতে পারেন।পাঠানোর সময় অবশ্যই আপনার নাম এবং ঠিকানা উল্লেখ করবেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আপনার পাঠানো সাহায্য “ইক্বরা’র” জন্য আমানত।আপনার কস্টার্জিত টাকা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা তা জানতে ওয়েবসাইট ও ফেসবুকে তথ্য পেতে পারেন।অথবা নিন্মের ফেসবুক লিঙ্ক এ আপডেট পেতে পারেন।

https://www.facebook.com/pg/AhmadYusufAzhari/posts/

♦বিকাশ (ব্যক্তিগত নাম্বার) +8801911506212  [শাইখ ক্বারী আহমাদ ইউসুফ আল আযহারী (সহ-সভাপতি, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)]
♦বিকাশ(ব্যক্তিগত নাম্বার) +8801676096206  (হারিস বিন ইউসুফ, কার্যনির্বাহী সমন্বয়ক,আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)]
♦বিকাশ +8801920921435 (খালিদ সাইফুল্লাহ, শিক্ষা পরিচালক, বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউট)
♦Bank Account: Hares Bin Yusuf. Account Number: 33548.
Islami Bank Bangladesh Limited (IBBL). Dhanmondi Branch, Dhaka.

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'