উপমহাদেশের ইলমে ক্বিরাত এর কিংবদন্তী,বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত এর পথ প্রদর্শক, শাইখুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর সুযোগ্য পুত্র বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ক্বারীদের মধ্যে অন্যতম,বাংলাদেশের গৌরব,আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা) এর সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক উস্তাদুল কুররা মাওলানা শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিযাহুল্লহ মরক্কোর বাদশাহ মুহাম্মাদ(ষষ্ঠ) এর দাওয়াতে ৫ম বারের মতো মরক্কো সফর করেছেন।সেখানে তিনি মরক্কোর বাদশাহের রাজপ্রাসাদে বাদশাহ মুহাম্মাদ(ষষ্ঠ) এর উপস্থিতিতে তিলাওয়াত করবেন।উক্ত আনুস্থানে আরও উপস্থিত থাকবেন রাজপরিবারের সদস্যবৃন্দ,মন্ত্রীবর্গ,বিশ্বের উল্লেখযোগ্য ইসলামিক স্কলারবৃন্দ, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতগণ ও ক্বারী সাহবেগন।