ইত্তেহাদুল কুররা আল-আলামিয়ার প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) এর আন্তর্জাতিক সেক্রেটারি, মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ডাঃ আহমাদ আহমাদ নাঈনা হাফিযাহুল্লহ তিনদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।
গতকাল দুপুর ২টার দিকে তিনি মা’হাদুল কিরাত বাংলাদেশ (বাংলাদেশ কিরাত ইনস্টিটিউট) পরিদর্শন করেন। এ উপলেক্ষ মা’হাদুল কিরাত বাংলাদেশ বিশেষ সংবর্ধনা ও ক্বিরাত অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সদস্যরা, এবং মা’হাদুল কিরাত বাংলাদেশের ছাত্রবৃন্দ।
ডা. নাঈনা ইনস্টিটিউটের ছাত্রদের তিলাওয়াতের বিভিন্ন নিয়ম কানুন ও পদ্ধতির ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। দেশের কল্যাণে দোয়ার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। ডা. নাঈনা রাতে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত আন্তর্জাতিক সুফি সম্মেলনে কুরআন তিলাওয়াত করেন যার আয়োজন করেছে পিএইচপি ফ্যামিলি বাংলাদেশ।
ডা. আহমাদ নাঈনা ১৬ তারিখ ঢাকা থেকে মিসরের উদ্দেশে রওনা হবেন।