আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার, ২০২০ ঈসায়ী, সকাল ৯টা-রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলি’র পৃষ্ঠপোষকতায় ‘২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হবে।
এবছর জর্ডানের শাইখ ড. সামিহ আল-আসামেনাহ, মিশরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারী কারীম মানসূরী, মরক্কোর শাইখ আহমাদ আল-খালদী, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমী এবং থাইল্যান্ডের ক্বারী মুয়ায মুস্তফা সম্মেলনে অংশগ্রহণ করবেন। উক্ত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূতগণ।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল মিশরের শাইখ মুস্তফা ইসমাইল রহঃ, শাইখ মাহমুদ খলিল আল হুসরী রহঃ, শাইখ আব্দুল বাসিত রহঃ, বাংলাদেশের ইমামুল কুররা ক্বারী মোঃ ইউসুফ রহঃ, পাকিস্তানের ক্বারী যাহের কাসেমী রহঃ প্রমুখ বিশ্ববিখ্যাত ক্বারীদের হাত ধরে।
১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী, ইমামুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ কর্তৃক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ইক্বরা’ বিগত ২৯ বছরে ১৯বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র বর্তমান সভাপতি, বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
বিঃদ্রঃ মহিলাদের জন্য নামাজ ঘরে বসে ক্বিরাত শোনার সু-ব্যবস্থা থাকবে।-এডমিন প্যানেল।