আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা) এর সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচালক,বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ইলমে ক্বিরাত এর পথপ্রদর্শক,বাংলাদেশের উল্লেখযোগ্য সমস্ত ক্বারীগনের উস্তাদ,বীর মুক্তিযোদ্ধা শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) গত ১৮ এপ্রিল, ১ শা’বান,৫ বৈশাখ,বুধবার আনুমানিক ভোর ৬.৩০-৭.০০ টায় রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রজিয়ূন]।
শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) এর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মাসজিদ বাইতুল মুকাররমে আসর নামাজের পর।পরবর্তীতে শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) কে তার জন্মস্থান চট্রগ্রামের পটিয়া উপজেলার,কর্ণফুলী থানার,দৌলতপুর গ্রামের মির্জা আলী তালুকদার বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় মায়ের কবরের পাশে দাফন করা হয়।
শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) এর ইন্তেকালে বাংলাদেশ হারাল তার এক শ্রেষ্ঠ সন্তানকে।যিনি ছিলেন তৎকালীন অবিভক্ত পাকিস্তানের একমাত্র সরকারীভাবে নিযুক্ত বাঙালি ক্বারী এবং তৎকালীন এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী।পরবর্তীতে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ)কে বাংলাদেশের প্রধান ক্বারী হিসেবে নিযুক্ত করেন।
শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ(রহঃ) এর জীবনী পড়ুন- http://iqrabd.org/update/bn/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/