ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালকের সাথে ‘ইক্বরা’ সদস্যদের সাক্ষাৎ

 

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নবনিযুক্ত মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব, জনাব আনিস মাহমুদের আমন্ত্রণে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্যবৃন্দ বিগত ২১ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন ভবন আগারগাঁও-এ মহাপরিচালকের সাথে সাক্ষাত করেন।

‘ইক্বরা’ সদস্যবৃন্দ নবনিযুক্ত মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইক্বরা’ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এর সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মহাসচিব জনাব সাখাওয়াত খান, যুগ্ন-মহাসচিব জনাব খালেদ বিন ইউসুফ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ক্বারী মাহবুবুর রহমান ও ক্বারী জাহাঙ্গীর আলম খাঁন।

জনাব আনিস মাহমুদ বিগত ৩০ বছর যাবত বাংলাদেশে ইক্বরা’র কার্যক্রমের প্রশংসা করেন। একই সাথে বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাত এর পথ প্রদর্শক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইমামুল কুররা ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর স্মৃতিচারনা করেন এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করেন। তিনি ‘ইক্বরা’ সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল করার জন্য ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশী বিচারক থাকায় বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

মহাপরিচালক বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নতুন একটি উদ্যোগে ‘ইক্বরা’ কর্তৃপক্ষের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।

উক্ত সভায় ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন মুহাদ্দিস মাওলানা ওয়ালিউর রহমান, ডঃ হারুনুর রশিদ, জনাব আনিসুর রহমান সরকার, জনাব মহিউদ্দিন মজুমদার প্রমুখ।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'