আগামী ২৬ জানুয়ারি,শুক্রবার ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৮ তে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসছেন মুসলিম উম্মাহর প্রথম ক্বিবলা ফিলিস্তিনের জেরুজালেমের পবিত্র বাইতুল মাক্বদিস তথা আল-আক্বসা মাসজিদের সম্মানিত গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী।
শুক্রবার বা’দ জুম’আ জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বরে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এবং পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলি।
বরাবরের মতো বিশ্বের সমসাময়িক শ্রেষ্ঠ কারীদের নিয়ে আয়োজন করা হবে এবারের ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারী মিসরের ডা: আহমাদ আহমাদ নাঈনা সহ মিসরের প্রখ্যাত ক্বারী শাইখ মুহাম্মাদ আল মুরীজী, ইরানের বিখ্যাত ক্বারী সাইয়্যেদ জাওয়াদ হুসাইনী, আরবের প্রখ্যাত সুরকার,সঙ্গীত শিল্পী ও ক্বারী সিরিয়ার শাইখ মুতাসিম বিল্লাহ আল-আসালী, আলজেরিয়ার প্রখ্যাত ক্বারী শাইখ রিয়াদ্ব আল জাযায়েরী, ভারতের প্রখ্যাত ক্বারী ত্বইয়্যিব জামাল।
ইক্বরা’র সহ-সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী উক্ত সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ‘ইক্বরা’র সভাপতি বাংলাদেশের শাইখুল কুররা হযরত মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ দাঃবাঃ।