মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন বাংলাদেশি ক্বারী

মরক্কোর রাজপ্রাসাদে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক এবং উপমহাদেশে শৈল্পিক তিলাওয়াতের রুপকার শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। মঙ্গলবার রাজধানী রাবাতের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী অষ্টম বারের মত মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ) এর দাওয়াতে রাজপ্রাসাদে পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য রাজকীয় অতিথি হিসেবে যাচ্ছেন।

রাজপ্রাসাদ ছাড়াও তিনি মরক্কোর বিভিন্ন ঐতিহাসিক মসজিদে তিলাওয়াত করবেন।

২০১৪ সাল থেকে তিনি প্রতি বছর রমজান মাসে মরক্কোর বাদশাহের অতিথি হয়ে মরক্কো সফর করেন। রমজান মাসে মরক্কোর বাদশাহ মুহাম্মাদ বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের রাজপ্রাসাদে দাওয়াত করে ঐতিহাসিক এ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

উল্লেখ্য যে, ক্বারী আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার এবং ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ক্বারী মুহাম্মাদ ইউসুফ রহঃ এর বড় ছেলে।

"خيركم من تعلم القرآن وعلمه"-'The best amongst you are the ones who learn Quran and teach it to others'